জান্নাতী সমীরন

লুতফুন নাহার শাহনাজ
জান্নাতী সমীরন বইছে ধীরে,
মেঘবাড়ি উঠোনে জোছনার ভীড়ে।
ঝিরিঝিরি রহমের অবারিত ধারা,
গুনগুন তিলাওয়াতে তাকওয়ার সাড়া।
ক্ষণগুলো ধুয়ে দিক আবিলতা সব,
ঈমানের নূর দাও হে আমার রব!
জীবনের ভুলগুলো ফুল করে দাও,
নেকী চাষে সুঘ্রাণ সুরভী ছড়াও।
ক্বদরের রাত যেন হয় উপহার,
আমলের ডালি ভরে অসীম ক্ষমার।
প্রতি ক্ষণ হয় যেন রবের তরে,
নিষ্পাপ হয় প্রাণ, যায় গুনাহ ঝরে।
মর্যাদা গিলাফে রাইয়্যান দোরে
রব যেন বেঁধে নেন সন্তোষ ডোরে।
Exit mobile version