রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম পরিবেশ বিষয়ক সংগঠন প্রকৃতি সংরক্ষণ উদ্যোগের(Nature Conservation Initiative-NCI) এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেছের সংগঠনটি সদ্য সাবেক সভাপতি ৪৩ তম আবর্তনের রুবাইয়া আক্তার। পরিবেশ বিজ্ঞান ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ রায়হানুল ইসলাম রায়হান কে সভাপতি ও জান্নাতুল মাওয়া লিজাকে সাধারন সম্পাদক করে ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে প্রতিবছর বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, ক্লিনিং প্রোগ্রাম, বৃক্ষরোপন কর্মসূচী, সেমিনার, ন্যাচার ফেস্ট, প্রকৃতি পর্যবেক্ষণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
প্রানিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসাইন তুহিন সংগঠনটির প্রধান উপদেষ্টার দ্বায়িত্ব পালন করে আসছেন।