বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:১৬ পূর্বাহ্ন
মামুনুর রশিদ, জাবি প্রতিনিধি:
যৌন নিপীড়ন, ছিনতাই, র্যাগিংসহ বিভিন্ন অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালায়ের ভারপ্রাপপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত জনসংযোগ কার্যলায়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদের মধ্যে যৌন নিপড়ীন অভিযোগ সেলের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গনিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ৪২ তম আবর্তনের তোজ্জামেল হোসেনকে ছাত্রত্ব বাতিলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ড্রাইভারের জামাতাকে শারীরিক নির্যাতন ও আটকে রেখে মুক্তিপণ দাবি করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা পূর্বক ৪৫ তম আর্বতনের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মো: রায়হান পাটোয়ারি, সরকার রাজনীতি বিভাগের আলরাজী, দর্শন বিভাগের মোকাররম হোসেন শিবলু ও কম্পিউটার সাইন্সের শাহ মোস্তাকিম আহমেদ সৈকতকে ২ বছরের জন্য ও নাটক নাট্যতত্ত্ব বিভাগের ৪৪ তম আবর্তনের সঞ্জয় ঘোষকে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনাপূর্বক ৪৭ তম আবর্তনের, লোক প্রশাসন বিভাগের ইয়া রাউফ শিকদার ও মোঃ সোহেল রানা, বাংলা বিভাগের মোস্তাফিজুর রহমান, শুভাশীষ ঘোষ ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২ তম আবর্তনের নেজাম উদ্দিন নিলয়কে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
চারুকলা বিভাগের এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা পূর্বক একই বিভাগের ৪৪ তম আবর্তনের আশিকুর রহমান, সৌরভ চক্রবর্তীকে ১ বছরের জন্য বহিষ্কার ও জাকিয়া সুলতানা দিনা ও ফাহমিদা খানম অদিতিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বটতলাতে একজন ছাত্রী ও দুইজন ছাত্রকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় ৪৭ তম আবর্তনের রিজওয়ান রাশেদ সোয়ানকে ১ বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা, প্রত্নতত্ত্ব বিভাগের এম. মাহিদ হাসানকে ছয় মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে র্যাগিং সম্পর্কিত গটনায় ৪৭ তম আবর্তনের মার্কেটিং বিভাগের মোঃ শিহাবকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান ও কোন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে না।