শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৫:৫২ অপরাহ্ন
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর আগুনে পুড়ে যায় বানরের অভয়ারণ্য। ২ হাজার বর্গমিটার ঘেরা ওই চিড়িয়াখানায় অন্যান্য প্রাণীর মধ্যে বিরল কিছু বানর, শিম্পাঞ্জি এবং মারমোসেট (আমেরিকার এক প্রকার ছোট ধরণের বানর) ছিল।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই চিড়িয়াখানার সব মিলিয়ে ৩০ টিরও বেশি প্রাণীর মৃত্যু হয়েছে। এছাড়া ভবনটিও সম্পূর্ণ পুড়ে মাটিতে মিশে গেছে। তবে পাশে থাকা গরিলা গার্ডেন ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করেছেন তারা।
মর্মান্তিক এই ঘটনার পর চিড়িয়াখানাটির প্রতি অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এসবে সাড়া দেয়নি এখনো।
এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নববর্ষ উদযাপনের আতশবাজি থেকে এর সূত্রপাত হতে পারে বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
সূত্র: বিবিসি