জেলা আঃ লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এড. রনজিতকে ৯০’র ছাত্রনেতাদের সমর্থন

৯০ এর ছাত্র আন্দোলন পরিষদ কক্সবাজার নেতৃবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তি ঃ
কক্সবাজার জেলায় ৯০ এর স্বৈরচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা প্রাক্তন ছাত্রলীগ সাধারন সম্পাদক ও আহবায়ক, সাবেক যুবলীগের সাধারন সম্পাদক বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট রনজিত দাশকে আসন্ন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে সাধারন সম্পাদক পদে সমর্থন জানিয়েছেন ৯০ এর ছাত্র আন্দোলন পরিষদ কক্সবাজার নেতৃবৃন্দ।
২১ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টায় পর্যটন মোটেল উপল এর রেস্তোঁরায় ৯০’র ছাত্র আন্দোলন পরিষদ কক্সবাজারের আহবায়ক এডভোকেট ফরিদুল আলম (পিপি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় নেতৃবৃন্দরা এ সমর্থন জানান।
নেতৃবৃন্দরা বলেন- আমরা ৯০ এর দশকে বাংলাদেশে সংগঠিত স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে কক্সবাজার জেলায় জীবনবাজি রেখে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছি। আমরা অনেকে কারা নির্যাতনসহ নানারকম জেল-জুলুমের শিকার হয়েছি। আমরা স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমাদের সাহসী ও ত্যাগী সহযোদ্ধা, তৎকালীন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আহবায়ক রনজিত দাশ বর্তমানে একজন আইনজীবী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করছেন। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি এডভোকেট রনজিত দাশকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করা হলে এতদঞ্চলে সংগঠনকে আরো জনবিস্তৃত এবং শক্তিশালী করা সম্ভব হবে। বিধায় এডভোকেট রনজিত দাশকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি গিয়াস উদ্দিন, জাসদ ছাত্রলীগের সভাপতি অলক ভট্টাচার্য্য (বর্তমানে জাসদ নেতা), তৎকালীন জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ আলী জিন্নাত (সাংবাদিক), বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক রনজিত দাশ (যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মাসু (বর্তমানে জাসদ নেতা), বাংলাদেশ ছাত্রলীগ জেলার নেতা আবু হেনা মোস্তফা কামাল (বর্তমানে আওয়ামীলীগ নেতা), সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ আলম কুতুবী (বর্তমানে জেলা আওয়ামী লীগ নেতা) বাংলাদেশ ছাত্রলীগ জেলার নেতা আনিসুল ইসলাম চৌধুরী (বর্তমানে কৃষক লীগ নেতা), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি স্বপন রায় চৌধুরী (কমিউনিস্ট পার্টি নেতা), সাবেক জাসদ ছাত্রলীগ নেতা মোঃ আমান উল্লাহ, সাবেক ছাত্র সমিতির নেতা এ.কে.এম মাহাতাবুল ইসলাম, ছাত্রলীগের সংগঠক নিরুপম পাল নীরু, সাবেক ছাত্রলীগ নেতা কবি মানিক বৈরাগী, গিয়াস উদ্দিন বাবুল, জাসদ ছাত্রলীগ নেতা বিপ্লব বড়–য়া, প্রবাল পাল, জেলা খেলাঘর সভাপতি আবুল কাশেম বাবু, জাসদ নেতা অজিত কুমার দাশ হিমু প্রমুখ।

Exit mobile version