শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:২৪ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জে টর্নেডোয় এক কৃষকের মৃত্যু হয়েছে। পাঁচ মিনিটে টর্নেডোতে গাছপালা লন্ডভন্ড হয়ে কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউপির ঝালরচর ও কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, উপজেলার পূর্ব বাসেদপুর গ্রামের কাজিমুদ্দিনের পুত্র নাজির হোসেন(৫০)কলাকান্দা ব্রীজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল । এ সময় টর্নেডোর আঘাতে ব্রীজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন
লিয়াকত হোসাইন লায়ন