টিকা পাবে গাজার সাড়ে ৬ লাখ শিশু, যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

গাজা উপত্যকায় পোলিও টিকাদানের জন্য ৩ দিনের মানবিক বিরতীতে সম্মত হয়েছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ বিষয়ে ইসরায়েলের সাথে একটি চুক্তি করেছে। মিডিল ইস্টের খবরে বিষয়টি জনানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যপ্রাচ্যের প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, ‘১লা সেপ্টেম্বর খেকে গাজায় ৩দিনের মানবিক বিরতী থাকবে। ১০ মাস বয়সী  শিশুর টাইপ ২ পোলিওভাইরাসে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঘটনায় জাতিসংঘ তত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় উপত্যকা ১০ বছরের কম বয়সী প্রায় ৬৪০,০০০শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।’

 

স্যানিটেশনের খারাপ অবস্থা এবং আশ্রয়কেন্দ্রে ভিড়ের কারনে  ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ-মহাপরিচালক মাইকেল রায়ান বলেন, ‘পোলিও ভাইরাসটির বিস্তার রোধ করার জন্য কমপক্ষে ৯০ শতাংশ শিশুর টিকা আওতায় আনা জরুরী। গাজায় NoPV2 ভ্যাকসিনের ১.২৬ মিলিয়ন ডোজ বিতরণ করা হবে।’

Exit mobile version