রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:০০ অপরাহ্ন
বেলাল আজাদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত দুই রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার (২৩ আগ) রাত দেড়টার দিকে জাদিমুরা পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটে।
নিহতরা হল- জাদিমুরা ক্যাম্পের বাসিন্দা মো: শাহ ও আবদু শুক্কুর।
এই ঘটনায় পুৃলিশের তিন সদস্যও আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে দুটি বন্দুক ও নয় রাউন্ড গুলি।
সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানা ওসি প্রদীপ কুমার দাশ। ওসি জানান, গত ২২ আগস্ট টেকনাফের হ্নীলার যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীরা জামিমুরা পাহাড়ের পাদদেশে অবস্থান করার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। পুলিশো আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে দুই রোহিঙ্গা হয় এবং অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুইজন উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ। সেখানে তাদেরকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ তিন সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ময়না তদন্তের জন্য নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।