ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জসীমউদ্দীন ইতি  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাফিয়া (৫) ও সাফা (৩)নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১ টায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হুসাইনের মেয়ে রাফিয়া ও সুমন ইসলামের ছেলে সাফা।

রোববার সকাল থেকে নিখোঁজ ছিল ওই দুই শিশু। পরে বাড়ির পাশে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা । তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই-বোন। এ ঘটনায় পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুকুরে পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম ডন।

Exit mobile version