দিনাজপুর প্রতিনিধি ॥ ইনষ্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন দিনাজপুর এর পরিচালক প্রখ্যাত বক্ষব্যধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বি কে বোস কনভোকেশন এ অংশগ্রহনের জন্য সস্ত্রীক যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা।
দিনাজপুর ইনষ্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন (পরমাণু চিকিৎসা কেন্দ্র) এর পরিচালক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রখ্যাত বক্ষব্যধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বি কে বোস তার পুত্রের কনভোকেশন এ অংশগ্রহনের জন্য সস্ত্রীক বৃহস্পতিবার (৯ মে-২০২৪ ভোর রাত ৪:৪৫ মিনিটে হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে কাতার এয়ারলাইনসে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন।
উল্লেখ্য, ডাঃ বি কে বোস এর পুত্র ও কন্যা সন্তান প্রকৌশলী এবং যুক্তরাষ্ট্রে পিএইচডি কোর্সে স্কলারশীপ নিয়ে অধ্যয়নরত। তার পুত্রের কনভোকেশন এ অংশগ্রহনের জন্য যুক্তরাষ্ট্রে আগামী দুই সপ্তাহের অবস্থানকালীন সময়ের জন্য তিনি তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া-আশীর্বাদ-শুভকামনা চেয়েছেন।