ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভার ছোটরাউতা ডাঙ্গাপাড়া গ্রামের জামিয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদ্রাসায় খতমে বুখারী ও হাফেজা ছাত্রীদের সনদ প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডোমার পৌরসভার ৯নং ওয়ার্ডের ছোটরাউতা ডাঙ্গাপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন, সৈয়দপুর জামেয়া আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদীস ও নাজেমে তালিমাত হযরত মাওলানা মুফতী আব্দুল মাজিদ কাসেমী দাঃ বাঃ।
জামিয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জামিয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদ্রাসার মুহতামিম ওমর ফারুক, অভিভাবক ডাঃ আব্দুল আজিজ।
উপস্থিত ছিলেন, জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার মুহতামিম ফজলুল হক, পরিচালক গোলাম আরশাদ, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাহমুদ বিন আলম, পৌরসভার প্যানেল মেয়র-২ অহিদুল ইসলাম, কাউন্সিলর আনারুল ইসলাম এবং জামিয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।
জামিয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদ্রাসা থেকে ১০জন ছাত্রীর মধ্যে ৬জন দাওরায়ে হাদীস ও ৪জনকে কোরআনে হাফেজার সনদ প্রদান করা হয়। দাওরায়ে হাদিস ছাত্রীরা হলেন, বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শিমু আক্তার, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বগদুলঝুলা নরপুর গ্রামের জয়নুল আবেদীনের মেয়ে সাবিরা আক্তার জিমু, হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে সিদরাতুল মুনতাহা, ডিমলা উপজেলার ডাঙ্গার হাট উত্তর সুন্দর খাতা গ্রামের জামাল উদ্দিনের মেয়ে জান্নাতুন ফেরদাউস, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পূর্ব দেবীডুবা প্রধানপাড়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে উম্মে হাবিবা ও ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ মুক্তির হাট গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুবিনা মারিয়াম। হাফেজা ছাত্রীরা হলেন, চিলাহাটি নিজ ভোগডাবুড়ী গ্রামের আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল আজিজের মেয়ে আফসানা আক্তার বিথী, পশ্চিম বোড়াগাড়ী গ্রামের আলহাজ্ব আব্দুল মান্নানের মেয়ে খাদিজাতুল কুবরা, গোমনাতী ইউনিয়নের পূর্ব আমবাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সাদিয়া আফরিন শিলা এবং পশ্চিম বোড়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুবিনা আক্তার।
#