গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-১৫ মার্চ ২০২৫ বাস্তবায়নের লক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কার্যকারিতা এবং গুরুত্ব সম্পর্কে অবহিত করেন আবাসিক মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুজ্জামান নোবেল। বক্তব্য রাখেন, উপজেলা পঃপঃ কর্মকর্তা হাসান আরিফ বসুনিয়া ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
ডোমার উপজেলায় ৬থেকে ১২মাস বয়সী ৪হাজার ৯০০ শিশু এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ৪০হাজার ৮০০শিশুর লক্ষমাত্রা নিয়ে ১টি স্থায়ী এবং ২৪০টি সাব-ব্লক কেন্দ্রে ৯০জন সুপারভাইজার এবং ৪৮২জন কর্মীর মাধ্যমে আগামী ১৫মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।