ডোমারে পাগড়ী প্রদান উপলক্ষে দু’দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার ২৬জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দু’দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রোববার জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হারুন রিয়াজী দাঃ বাঃ এর সভাপতিত্বে মাহফিলেও তাফসীর পেশ করেন, ঢাকা মেগুনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ খাঁন সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সিবগাতুল্লাহ্ নূর, রংপুর জামেয়া কারিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার মুদাররিস হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুদাররিস হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজীসহ স্থানীয় উলামায়ে কেরামগন। মাহফিলের সঞ্চালনা করেন জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাহমুদ বিন আলম।  শেষে মাদ্রাসার ২৬জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।
Exit mobile version