গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই শ্লোগানে নীলফামারীর ডোমারে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি জান্নাতুন ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, ব্যাবসায়ী মন্টু কুন্ডু, শেখর সাহা, আনজারুল ইসলাম, আলহাজ্ব করিমুল ইসলাম প্রমূখ। উপজেলা ভূমি অফিস থেকে স্মার্ট ভূমি উন্নয়ন কর প্রদান, স্মার্ট নামজারি, স্মার্ট খতিয়ান (পর্চা), স্মার্ট জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ পেতে এবং ভূমি সংক্রান্ত অভিযোগ জানাতে এবং সকল প্রকার ভূমিসেবা পেতে ১৬১২২নম্বরে ফোন করতে বলা হয়েছে। এছাড়াও উল্লেখিত সেবা পেতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে সেবা বুথ স্থাপন করা হয়েছে। শেষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ডোমার সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।