নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ)। এ তফসিলকে অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন কর্তৃক বিরোধীদল বিহীন পাতানো নির্বাচনের অবৈধ তফসিল হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি।
আজ ১৮ নভেম্বর ২০২৩ (শনিবার) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত মিছিল করে সংগঠনটি।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জিসফ’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, মো. শফিক, ইঞ্জিনিয়ার সুমন, সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, সায়েদ আসলাম, মো. বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।