মিরসরাই প্রতিনিধি
নির্বাচনের তফসিল ঘোষণার পরপর মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার রাত সাড়ে ১২ টার সময় মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড় বিসিক শিল্পনগরী এলাকায় এই ঘটনা ঘটেছে। এসময় মহাসড়কে সাময়িক যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে খবর পাই মহাসড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়ে বিএনপি মিছিল করছে। এই খবর পাওয়ার পরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থলে যাওয়ার আগেই বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর সবাই মিলে প্রায় ৩০ মিনিটের মধ্যে মহাসড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বুধবার মধ্যরাতে মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় একটি গাছ মহাসড়কে ফেলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে দ্রুত গাছ সরিয়ে দেওয়া হয়েছে।
চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এ করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত।
প্রধান অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ হাসান আহমেদ : আজ শনিবার (৯ ডিসেম্বর ) চাঁদপুর...