মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:৪১ পূর্বাহ্ন
আলিফ হোসেন তানোর
রাজশাহীর তানোর পৌরসভার আকচা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, চলতি বছরের ২৭ জানুয়ারী সোমবার বিদ্যালয়ের সভাপতি এবং পৌর কাউন্সিলর উজ্জ্বল মন্ডলের সভাপত্তিত্বে ও প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের সঞ্চালনায় বিদ্যালয় চ্ত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ও তানোর পৌর নির্বাচনে আওয়ামী দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিস্ট ব্যবসায়ী আবুল বাশার সুজন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার প্রমূখ। এছাড়াও অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী এমপি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার বছরের প্রথম দিনেই বই উৎসবের মধ্যদিয়ে বার বার তা প্রমাণ করেছে। তিনি বলেন, আজকের শিশু-কিশোর আগামী দিনের ভবিষ্যৎ তাই প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতার স্বপক্ষে ও মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে উজ্জীবিত হয়ে আধূনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যানে কাজ করতে হবে। ইতমধ্যে সরকার বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যন্ত পল্লী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে আধূনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ শিক্ষাবান্ধব ও দৃস্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ করে পল্লী এলাকার শিক্ষার্খীদের আধূনিক শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে এখন আর শহর গ্রাম বলে কোনো পার্থক্য নাই প্রত্যন্ত বা দূর্গম পল্লীতেও বসেও শহরের সব সুযোগ-সুবিধা গ্রহণ করা যায়। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জ্ঞান অর্জনের পাশপাশি তা সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে আরো বেশি সুযোগ-সুবিধা পেতে ও শিক্ষাক্ষেত্রে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামি দিনে নৌকার সঙ্গে থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হবে। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজ এলাকা ও দেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে চাইলে আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে রাস্ট্রিয় ক্ষমতায় থাকতে হবে। তাই আগামি দিনের সব নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে এই জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ উন্নয়নের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। #