রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) শাহাপুর গ্রমের জনৈক ব্যক্তির কন্যাকে (১৪) বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান,শাহাপুর গ্রামের খাতের প্রামানিকের পুত্র পলাশ প্রামানিক (২৮) ও তার বন্ধু আজিজের পুত্র শামিম বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করে এতে ওই কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়ে। গ্রামবাসী জানায়, এমতাবস্থায় পলাশ, সামিম, একরামুল ও শফিকুল ইসলাম যোগসাজশ করে ঘটনা ধাঁমাচাপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে ঘটনা গোপণ করে তড়িঘড়ি ওই কিশোরীর বাল্য বিয়ে দেয় গোদাগাড়ী উপজেলার মাকরান্দা গ্রামে।এদিকে বিয়ের পর ঘটনা জানাজানি হলে ওই কিশোরীকে শশুরবাড়ী থেকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। অন্তঃস্বত্তা ওই কিশোরী এখন শাহাপুর গ্রামে বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। কিন্ত্ত অপকর্মকারীরা সমাজের প্রভাবশালী হওয়ায় ভিকটিম আইনের আশ্রয় নিতে পারছে না। এমনকি এনিয়ে বাড়াবাড়ি করলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয়া হয়েছে। শফিকুল ও একরামুলের মদদে তারা ভিকটিম পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বহু অপকর্মের হোতা চৌকিদার জাহাঙ্গীর গ্রেফতারী পরোয়ানায়ও অধরা!
বেলাল আজাদ, নিজস্ব প্রতিবেদক (কক্সবাজার): কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের চৌকিদার জাহাঙ্গীর আলম চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলায়...