তানোরে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে এক সেনা সদস্যর বিরুদ্ধে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুরসালামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় লালপুর গ্রামের আঞ্জুয়ারা বেগম বাদি হয়ে সেনা সদস্য সবুজসহ তিনজনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।এদিকে স্থানীয়রা অভিযুক্ত সেনা সদস্যর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বাদীর লিখিত অভিযোগে বলা হয়েছে, সেলামপুর গ্রামের সবুজ আলী (২৭) (সেনা সদস্য),শিমুল (২০) ও গোলাম রাব্বানী গোলাম রাব্বানী (৪৫)। গত ২৪ নভেম্বর রোববার সন্ধ্যায় পুর্ববিরোধের জের ধরে বিবাদীগণ ধারালো হাসুয়া ও লোহার রড ও সাবলদ্বারা বাদীর বাড়ির প্রধান দরজা ও দেয়ালে জোরে জোরে আঘাত করে বাড়ি ভাংচুর শুরু করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি যারা বাধা দিতে বাড়ির বাহিরে আসবে তাদেরকে জানে মেরে ফেলা হবে। এক নম্বর  বিবাদী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। মুলত তাঁর মদদেই বিবাদীরা পেশী শক্তির জোরে হুমকি দিয়ে বলছে কোনো সালা তাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে সেই সালাকে জানে মেরা ফেলা হবে। বিবাদীগণ যেভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদর্শন করছে তাতে যেকোন সময় বাদী কিংবা তার পরিবারের সদস্যগণের বড় ধরনের ক্ষতি করতে পারে। এবিষয়ে জানতে সবুজের মুঠোফোনে কল করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা আমার পরিবার জানে বলে ফোন কেটে দেন।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Exit mobile version