তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধাওয়ায় জামায়াতের মিছিল পন্ড। পুলিশের হাতে একজন আটক। আটককৃত ব্যক্তির নাম আব্দুর রাকিব (২৮)। তিনি তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ৩০ জুলাই রোবাবর বিকেলে তানোর পৌর এলাকার কালীগঞ্জহাট এলাকায় রাজশাহী জেলা জামায়াত পশ্চিম শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
অন্যদিকে একই সময়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট ও কলমা ইউপি সভাপতি তানভির রেজার নেতৃত্বে বিতরিত দিক থেকে একটি বিশাল মিছিল তানোর অভিমুখে আসছিলো।
এদিকে জামায়াতের মিছিল থেকে সরকারবিরোধী ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান দিয়ে কালীগঞ্জহাট চত্ত্বর প্রদক্ষিনের চেষ্টা করে। এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের গণধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে জমির আইল ভেঙে ভোঁদৌড় পালিয়ে যায়। এসময় সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে।এদিকে খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্ত্ত সন্দেহজনক গতিবিধির কারণে জামায়াতের সক্রিয় কর্মী আব্দুর রাকিবকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার স্থানীয় গণমাধ্যমকর্মীদের তাকে আটক করে আনা হয়েছে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট বলেন, তারা তাদের পূর্বঘোষিত শান্তি সমাবেশে যোগদানের উদ্দেশ্যে কালীগঞ্জহাট থেকে মিছিল নিয়ে তানোর যাচ্ছিলেন। এসময় জামায়াতের মিছিল থেকে উসকানিমুলক এবং সরকারবিরোধী ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এসময় জামায়াতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।#