সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ন
তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের রাজনৈতিক অঙ্গনে সেভেন সিস্টার নামে পরিচিত বির্তকিত একটি সিন্ডিকেট চক্র দীর্ঘদিন আতœগোপণের (নিস্ক্রীয়) পর হঠাৎ করেই ফের রাজনৈতিক অঙ্গনে তৎপর হয়ে উঠেছে বলে অভিমত তৃণমূলের। স্থানীয়রা জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর মনোনয়ন ঠেকানোর ঘোষণা দিয়ে মনোনয়ন ও বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে বিপদগামী আওয়ামী লীগ নেতার নেপথ্যে মদদে গড়ে উঠা কথিত সেভেন সিস্টার রাজনৈতিক অঙ্গন থেকে রাতারাতি উধাও (আতœগোপণ) হয়ে যায়। রাজনৈতিক অঙ্গনে ঝড়ের গতিতে ধূমকেতুর মতো আর্বিভাব ও টর্নেডোর গতিতে পতন ঘটে সেভেন সিস্টারের। অন্যদিকে তাদের এমন আতœগোপণে বিপাকে পড়ে তৃণমূলের অনেক নেতাকর্মী। এদিকে তৃণমূলের এসব নেতাকর্মীদের বিপদের মূখে ফেলে তাদের আতœগোপণে তৃণমূলের এসব নেতাকর্মীরা তাদের বিক্ষুব্ধ হয়ে উঠে। অন্যদিকে তৃণমূলের এসব বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মূখে পড়ার ভয়ে কথিত সেভেন সিস্টার দীর্ঘদিন রাজনীতির মাঠের বাইরে থাকে তাদের কোনো তৎপরতা চোখে পড়েনি। কিšত্ত দীর্ঘদিন পর নতুন বছরের শুরুতে হঠাৎ কওে ফের তৎপর হয়ে উঠে কথিত সেভেন সিস্টার। তবে এবার তৃণমূল তাদের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে পারছে না, ফলে শত চেস্টার পরেও তারা তৃণমূলের কাছে থেকে তেমন কোনো সাড়া পাচ্ছেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী-১ নির্বাচনী এলাকার তানোর ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাম্ভব্য কাউন্সিল সামনে রেখে পদ প্রত্যাশী আদর্শিক ও মূলধারার নেতাকর্মীরা যখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে নানা উদ্যোগ নিয়ে উঠান বৈঠক, বর্ধিকসভা, কর্মীসভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ব্যস্ত সময় পার করছে তাদের দম নেবারও সময় নাই। তখন কথিত সেভেন সিস্টার জন-কর্মীবান্ধব এমন কোনো কর্মসূচি না দিয়ে এবার তারা মিলন মেলার নামে দলের নেতাকর্মীদের মধ্যে ফের দলীয়কোন্দল সৃস্টির অপতৎপরতা শুরু করেছে।
অন্যদিকে জন-কর্মীবান্ধব বিভিন্ন কর্মসুটির ফলে আওয়ামী লীগের পদ প্রত্যাশী দর্শিক ও মূলধারার নেতাকর্মীদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক গভীর হচ্ছে এবং তাদের জনপ্রিয়তার পারদ প্রতিনিয়ত উপরের দিকে উঠছে। অপরদিকে সেভেন সিস্টারের জন-কর্মীবান্ধব কোনো কর্মসূচি না থাকায় আদর্শিক ও মূলধারার তৃণমূলের নেতাকর্মীর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে প্রতিনিয়িত বাড়ছে দুরুত্ব। স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগেী সংগঠনের আদর্শিক ও মূলধারার সিনিয়র নেতাকর্মীরা সেবেন সিস্টারকে ফের ত্যাগ করেছে পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরা তাদের ওডর থেকে মূখ ফিরিয়ে নিয়েছেন। ফলে ফের চরম সঙ্কটে পড়েছে সেভেন সিস্টারের রাজনৈতিক ভবিষ্যৎ বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তানোর ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মী-সমর্থকগণের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
তানোর প্রতিনিধি