সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:৪৩ পূর্বাহ্ন
তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর পৌর সদরের তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, চলতি বছরের ২৯ জানুয়ারী বুধবার বিদ্যালয়ের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপত্তিত্বে ও প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বিদ্যালয় চ্ত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার মাহাতো ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও প্রথম শ্রেণীর প্রসিদ্ধ ব্যবসায়ী আবুল বাশার সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওয়াজির হাসান প্রতাপ সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার প্রমূখ। এছাড়াও অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও গণমানুষের নেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী এমপির পক্ষ থেকে সকলকে জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার বছরের প্রথম দিনেই বই উৎসবের মধ্যদিয়ে বার বার তা প্রমাণ করেছে। তিনি বলেন, আজকের শিশু-কিশোর আগামী দিনের ভবিষ্যৎ তাই প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতার স্বপক্ষে ও মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে উজ্জীবিত হয়ে আধূনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যানে কাজ করতে হবে। এছাড়াও তিনি এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় আরো বেশী উৎসাহ-উদ্দিপনা সৃস্টির জন্য বিদায়ী সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষাপোকরণ বিতরণ করেন এবং আগামী দিনে যারা এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাবেন তাদের স্বর্ণপদক উপহার দেয়া হবে বলে ঘোষণা করেছেন। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজ এলাকা ও দেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে চাইলে আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে রাস্ট্রিয় ক্ষমতায় থাকতে হবে। তাই আগামি দিনের সব নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে এই জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ উন্নয়নের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। #