দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান যদি মনোনয়ন পান, তাহলে দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার সৈয়দ সায়েদুল হক সুমন কেনো নয়?? বরং সাকিবের চেয়ে সুমনকে মনোনয়ন দেওয়া জরুরী বলে মনে করি। আর সুমন কি শুধুই একজন ফুটবলার? কিংবা শুধুই একজন ফেসবুকার? তার ধারাবাহিক কর্মকাণ্ডগুলো কি বার্তা দেয়?
একজন অ্যামেচার ফুটবলার হলেও ব্যরিষ্টার সুমনের খেলা দেখতে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় যে ‘দর্শক ঝড়’ বয়ে যায় সেগুলো বাস্তবে না দেখলে বিশ্বাস করা কঠিন। উনার ফুটবল স্কিল হয়তো কিছুই না, কিন্তু ফুটবল দিয়েও মানুষের কাছে যাওয়া যায়, সাধারণ মানুষের ভালোবাসা কুড়ানো যায় কিংবা সাধারণ মানুষকে টেনে ঘর থেকে মাঠে নিয়ে আাসা যায় এগুলো তিনি প্রতিদিনই দেখাচ্ছেন। ফুটবল নিয়ে এ কাজগুলো এত সহজে করে দেখাচ্ছেন বলেই হয়তো বাফুফের সাথে তার প্রকাশ্য বিরোধ আমরা দেখি!
পেশাদার রাজনীতিবিদ না হয়েও তিনি রাজনীতিবিদদের কাজগুলোই নিয়মিত করে যাচ্ছেন। তথাকথিত রাজনৈতিক ব্যক্তিত্বদের চোখে আঙুল দিয়ে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছেন ‘মানুষের জন্য রাজনীতি’।
অন্তত বছর ৭/৮ ধরে রাজপথে সরব সুমন। তিনি সামাজিক যেসব আন্দোলনগুলো সফলতার সাথে করেছেন তা অনেক রাজনীতিবিদের আজীবনের লালিত স্বপ্ন। এ কারণেই রাজনীতির মানুষরা তাকে মনোনয়ন দেওয়ার ব্যপারে আগ্রহী নন। শুনছি এমন।
২০২২ সালে বৃহত্তর সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যার সময়ে ব্যরিস্টার সুমনকে নতুন করে আবিষ্কার করি। কাছ থেকে দেখেছি শত বাধা বিপত্তি পেরিয়ে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিভাবে কাজ করা যায়। মানুষও তাকে কতটা ভালোবাসে সেটিও দেখেছি। ব্যারিস্টার সুমন মনোনয়ন না পেলে কষ্ট পাবো। সুমনের মতো লোকেরা সংসদে যাক। মানুষের কথা বলুক।
প্রচারণা নয়, এটি একটি ব্যক্তিগত মতামত। আপনাদের কি মন্তব্য?
Post Views: ১৮৮
Like this:
Like Loading...
Related