রংপুর বিভাগীয় প্রতিনিধি: আন্তর্জাতিক নদী আইন অমান্য করে তিস্তার উজানে ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও প্রাণ-প্রকৃতি ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)। গত ১৯ মার্চ রবিবার রংপুর নগরীর কাচারী বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে ভারত সরকারের আগ্রাসী নীতি পরিহার করে আন্তর্জাতিক নদী আইন অনুসারে তিস্তার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে প্রদানের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে অভিযোগ দায়ের করতে আহ্বান করেন তারা। এ সময় বক্তরা বলেন, আওয়ামী সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের মানুষ নদীর পানির ন্যায্য হিস্যা পায়নি। ভারত সরকার সাম্প্রতিক সময়ে তিস্তার উজানে জলপাইগুড়িতে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তিস্তা নদী মরে যাবে, উত্তরাঞ্চলের সেচ ব্যবস্থা চরম হুমকির মুখে পড়বে। এছাড়া এ অঞ্চলের প্রাণ-প্রকৃতিও ধ্বংসের সম্মুখীন হবে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক সুরেশ বাসফোর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাজু রায় প্রমুখ।
সাপাহারে ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার উপজেলার অন্তর্গত ৫ নংপাতাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।...