স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিবছরের মতো এবারেও নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ-১৪৩১ উদযাপন করেছে।
সকাল ১০টায় জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহন এবং সকাল ১১টায় বাহাদুর বাজারস্থ নবরূপী কার্যালয় বাঙালীর সংস্কৃতি ঐতিহ্য পন্তাভাত উৎসব, বর্ষবরণ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক রওনক আরা হক নীপা, অর্থ সম্পাদক এ্যাডঃ নুরুল ইসলাম, সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী, প্রশিক্ষণ সম্পাদক রাকিব হাসান, প্রচার সম্পাদক শাহরুখ শিশির, সদস্য সৈয়দ শফিকুল ইসলাম পিন্টুসহ নবরূপীর শিল্পীবৃন্দ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন বাঙালীর সংস্কৃতিকে লালন ও ধারণ করতে আমাদের সন্তানদের সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে। পড়াশুনার পাশাপাশি একমাত্র সাংস্কৃতিক চর্চাই পারে দেশপ্রেম সৃষ্টি করতে। বিদেশী সংস্কৃতি বাতাবরণে নিজিদের গা না ভাসিয়ে আসুন আমরা আমাদের প্রজন্ম শিল্পীদের মাঝে বাঙালী সংস্কৃতির চেতনাকে উদ্ভাসিত ও গতিশীল করে তুলি।
পলাশবাড়ীতে ভিজিএফ চাল বিতরন
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুস্থ...