স্টাফ রিপোর্টার ॥ ১৭ নভেম্বর রোববার ক্যাডেট ভর্তির নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুরে একমাত্র মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম বালুবাড়িস্থ ক্যাডেট কেয়ার বাংলাদেশ-দিনাজপুর শাখায় মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে আনন্দমুখর পরিবেশে।
ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক প্রিন্সিপাল সিকদার স্যারের সরাসরি ঢাকা হতে পরিচালিত ৩০তম দিনাজপুর শাখার মেধা বৃত্তি পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর শাখার ম্যানেজিং ডিরেক্টর ও সঙ্গীত কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন্দ্র নাথ রায় (হিরু)র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সম্মানীত শিক্ষক মনসুর আহমেদ বলেন, ক্যাডেট শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে। মনে রাখবেন আজকের শিক্ষার্থী আগামী দিনের আলোকিত মানুষ। বর্তমানে যুগোপযোগী শিক্ষা ও সৃজনশীল মেধা বিকাশ গড়ার ক্ষেত্রে ক্যাডেট শিক্ষার্থীরা যথেষ্ট ভূমিকা রাখতে পারে। তারা তাদের নিজস্ব মেধায় একজন প্রকৃত শিক্ষার্থী হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্মনির্ভর করাই হবে ক্যাডেট শিক্ষার্থীদের মূল লক্ষ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর শাখার পরিচালক মোঃ মোজাম্মেল হক ও মোঃ মোস্তফা কামাল (সাইকোলজিস্ট)। সফলতার ১৭ বছর পূর্তিতে ৩০তম দিনাজপুর শাখা ক্যাডেট কেয়ার বাংলাদেশ-এ ৪০ জন ছাত্র ও ৪০জন ছাত্রী, মোট ৮০ ক্যাডেট শিক্ষার্থ পঞ্চম শ্রেণিতে মেধা যুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে ডিএনসির অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুর প্রতিনিধি ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযানে উপ-পরিদর্শক হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি টিম...