রংপুর বিভাগীয় প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আবারও একটি কবরস্থান থেকে ৪৫-৫০টি কঙ্কাল চুরি হয়েছে। গত ২৩ আগস্ট বুধবার দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থান থেকে ৪৫-৫০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকালে চৌধুরীহাট হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা খেলা-ধুলার করার সময় কবরস্থানে কাফনের কাপড় ও কবরের মাটি খোড়া দেখতে পায়। কঙ্কাল চুরির সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন এসে দেখেন ৪৫-৫০ টি কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চক্রটি কাফনের কাপড় ফেলে গেছে। মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কঙ্কাল চুরি ঘটনা বেদনাদায়ক। স্বজনদের কবর থেকে কঙ্কাল চুরি কোন মানুষ মেনে নিতে পারে না। গত ১০ আগস্ট বৃহস্পতিবার উপজেলার তুলশিপুর হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন তুলশীপুর কবর স্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়েছিল। একই উপজেলায় বার বার কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার মানুষ কঙ্কাল চুরি প্রতিরোধে রাত জেগে কবরস্থান পাহারা দিচ্ছে।
দিনাজপুরে আবারও কবর থেকে কঙ্কাল চুরি
-
by admin
- Categories: বাংলাদেশ, রংপুর বিভাগ
Related Content
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি
by admin ০৫/০২/২০২৫
সংস্কার কমিশনের প্রতিবেদন সিনিয়র সচিব, গ্রেড-১ পদ বিলুপ্তির সুপারিশ
by admin ০৫/০২/২০২৫
পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন
by admin ০৫/০২/২০২৫
ফের চালু হচ্ছে আগরতলায় বাংলাদেশ মিশনের কার্যক্রম
by admin ০৫/০২/২০২৫
তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা
by admin ০৫/০২/২০২৫