স্টাফ রিপোর্টার:
দিনাজপুরে গওশেজ ভেঞ্চার্স কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই ক্যাটাগরির ক থেকে ঘ বিভাগে মোট শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের নিউ বালুবাড়ি হাউজিং-এ অবস্থিত গওশেজ ভেঞ্চার্স কিন্ডার গার্টেন স্কুলের সুইমিংপুল বিল্ডিংয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. তারেক আজিজুর রহমান জানান, গওশেজ ভেঞ্চার্স কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় পাচশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত হয় বিদ্যালয় ক্যাম্পাস। পড়ালেখার পাশাপাশি সুন্দর হাতের লেখা যেমন একজন শিক্ষার্থীকে ভালো ফলাফল করতে সাহায্য করে, তেমনি চিত্রাঙ্কন একজন শিল্পিমনের মেধার বিকাশ ঘটায়। তিনি বলেন, হেসে খেলে বিশ্বজয়-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমরা অঙ্গিকারাবদ্ধ। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গওশেজ ভেঞ্চার্স কিন্ডার গার্টেন স্কুল এর যাত্রা শুরু হয়েছে। সকল অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা স্বপ্ন পূরণ করতে সফল হবো ইনশা আল্লাহ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গওশেজ ভেঞ্চার্স কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজিজুর রহমান গওশেজ, অধ্যক্ষ মো. তারেক আজিজুর রহমান, দিনাজপুর শিশু একাডেমীর আর্ট প্রশিক্ষক আখতারুন্নাহার, থ্রি-ফিঙ্গার এর পরিচালক একরামুল হক সোহেল, দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান, রং পেন্সিল আর্ট একাডেমীর পরিচালক রাকিউর রহমান পায়েল, দিনাজপুর আর্ট একাডেমীর পরিচালক আবু সাঈদ রুবেল প্রমুখ।