মোঃ লিটন হোসেন আকাশ, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের নির্বাচিত ৭টি চাউলকলের পরিবেশগত মানোন্নয়ন এবং আইএসও ১৪০০১: ২০১৫ ইএমএস সার্টিফিকেশন অর্জনের লক্ষ্যে প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর ২০২৪ ইং মঙ্গলবার সকল ১০টায় হোটেল গ্র্যান্ড নূর এর হল রুমে নির্বাচিত ৭টি চাউলকল এবং এসজিএস বাংলাদেশ লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক নুর-এ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতী রানী, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের অধ্যাপক জনাব ড. মোঃ কামাল উদ্দিন সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন এসজিএস বাংলাদেশ লিমিটেডের বিজনেস ম্যানেজার ইয়াছমিন আক্তার এবং প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র ম্যানেজার সৈয়দ আবু সুফিয়ান। প্রবৃদ্ধি প্রকল্পের কো অর্ডিনেটর ইব্রাহীম সাঈদ খান এবং টেকনিক্যাল এক্সপার্ট এস কে এম সাদিকুল ইসলামের সঞ্চালনায় দিনাজপুরের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অংশী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত রাখেন।
এসজিএস বাংলাদেশ লিমিটেড এর পক্ষে বিজনেস ম্যানেজার ইয়াছমিন আক্তার এবং নির্বাচিত ৭টি চাউলকলের মালিকগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা চুক্তি অনুযায়ী অংশী প্রতিষ্ঠানসমূহ যৌথ সহযোগিতার মাধ্যমে পরিবেশগত মানোন্নয়ন, পরিদর্শন, পরীক্ষা, যাচাইকরণ, ঊওঅ প্রতিবেদন ও অডিট কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট চাউলকল সমূহকে আইএসও ১৪০০১: ২০১৫ সনদ প্রাপ্তিতে কাজ করবে। গবেষণা, ইনোভেশন ও চাউল ইন্ডাস্ট্রির টেকসই উন্নয়নের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই পরিবেশগত উন্নয়নে ইনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম নিশ্চিত করবে। সমঝোতা স্মারকে অংশ নেওয়া ৭টি চাউলকল হলো হৃদয় অটো রাইস মিল, এশিয়া অটো রাইস মিল, কাঞ্চন অটো রাইস মিল, সোহা অটো রাইস মিল ইউনিট-১, বেঙ্গল অটো রাইস মিল, বিসমিল্লাহ এগ্রো ফুড, ও মেসার্স উমেদা এগ্রো লিমিটেড। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মিডিয়া কর্মীর বৃন্দ উপস্থিত ছিলেন