স্টাফ রিপোর্টার ॥ ১৪ মে মঙ্গলবার প্রতি বছরের মত এবারও পুজার্চনা, গীতা পাঠ এবং শত শত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
স্বর্গীয় হরিমনি দেব্যা কর্তৃক প্রতিষ্ঠিত দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাওগাঁ মোড় সংলগ্ন রাজাপুকুর সত্য নারায়ন ঠাকুর দেবোত্তর এস্টেট কমিটি এবং জেলা লিগ্যাল এইড অফিস দ্বারা অনুমোদিত পুজা উদযাপন উপ-কমিটির সার্বিক সহযোগিতায় শ্রীশ্রী সত্য নারায়ন ঠাকুরের বিগ্রহ দিয়ে পূজা ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
লিগ্যাল এইড অনুমোদিত পূজা উদযাপন উপকমিটির আহবায়ক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সদস্য সচিব এবং পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার রায় ও সদস্য সতীশ চন্দ্র রায়সহ ৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের অনুমতিক্রমে শ্রীশ্রী সত্য নারায়ন পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি নব কুমার সাহা, সাধারন সম্পাদক ভবেশ চন্দ্র রায়, প্রধান উপদেষ্টা রণজিৎ কুমার রায় ও উপদেষ্টা মদন কুমার মহন্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা প্রতি বছরের মত এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীশ্রী সত্য নারায়ন পূজা অনুষ্ঠিত হলো এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে। পূজার্চনা করেন পন্ডিত সুবাস ব্যানার্জী।