মোঃ নুর ইসলাম ॥ ৩০ সেপ্টেম্বর’২০২৪ সোমবার সেন্ট যোসেফস্ স্কুলে “বিজ্ঞানের স্পর্শে আগামী প্রজন্ম” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার মারকুস মূরমূ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রণয় রোজারিও, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির আহবায়ক অমৃতা দাস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর যোসেফ মিনজ, বাংলাদেশ সাইন্স ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মকিদ হায়দার শিপন, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক বেলী দাস, তিথি কস্তা, সঞ্জয় পাল এ সকল অনুষ্ঠান পরিচালনা ও ডিসিপ্লিনের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক মোঃ মামুর।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৭৫ জন শিক্ষার্থী ১২৫টি প্রজেক্ট প্রদর্শন করে। এছাড়াও অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা এবং ৩০টি উদ্যোক্তার স্টোলের সমন্বয়ে উদ্যোক্তা মেলা প্রদর্শন করে শিক্ষার্থীরা।