স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের সাবেক সভাপতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান উদ্দিনের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন বৃহস্পতিবার দিনাজপুর ইনস্টিটিউটের হলরুমে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর, সামসুল আলম, সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী, সহ-সাধারন সম্পাদক সামসুজ্জামান চৌধুরী বাবু, খন্দকার আরিফুজ্জামান নাঈম, কোষাধ্যক্ষ মোকসেদ আলী মঙ্গলিয়া, ক্রীড়া সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, গ্রন্থাগার সম্পাদক অধ্যাপক সাইফুর রহমান, নির্বাহী সদস্য আ.ন.ম গোলাম রব্বানী, মোঃ নুরুল আলম। এছাড়া দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও ইনস্টিটিউটের সদস্য রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, এম.এ জব্বার, শামীম আজাদ সরকার, নুরুজ্জামানসহ ক্লাবের সদস্যবৃন্দ। মরহুমের রুহের মাগফেলাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুন্সিপাড়া পুরাতন জামে মসজিদের ঈমাম মোঃ আসলাম হোসেন।