মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৭:১০ অপরাহ্ন
টস জিতে সিলেটকে ব্যাট করতে পাঠান খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। আসরে নিজেদের প্রথম জয়ের খোঁজে নামে সিলেট। বরাবরের মতোই শুরুটা ভালো হয়নি সিলেটের। প্রথম ওভারেই তারা হারায় আব্দুল মজিদকে।
তবে এরপর শুরু হয় ফ্লেচার-জনসন ঝড়। ক্যারিবিয়ান সাগরপাড়ের দুই ব্যাটসম্যান ক্যালিপসো সুর তোলেন সাগরিকায়। একের পর এক বল সীমানাছাড়া করতে থাকেন তারা। মাত্র ৭০ বলে ১৫০ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা। ফ্রাইলিংক এ জুটি ভাঙ্গার আগে ৩৮ বলে ৯০ রান করেন জনসন চার্লস।
তবে ফ্লেচার থেমে থাকেননি। মাত্র ৫৩ বলে তুলে নেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। মাঝে মিথুন ৩, মোসাদ্দেক ও নাজমুল হোসেন মিলন ১১ রানে আউট হন।
ইনিংস শেষে ১০৩ রানে অপরাজিত থাকেন ফ্লেচার। অপরপ্রান্তে সোহাগ গাজী ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। খুলনার সেরা বোলার ফ্রাইলিংক নেন ২ উইকেট।