গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজার আইডিয়াল কলেজ দুই যুগেও এমপিওভুক্ত না হওয়ায় চরম মানবেতর জীবন যাপন করছে শিক্ষক-কর্মচারীগণ। পরে প্রতিষ্ঠিত অনেক কলেজ এমপিওভুক্তির আওতায় এলেও লেংগাবাজার আইডিয়াল কলেজ ব্যতিক্রম হয়েই থেকে গেলো। অথচ সরকারী উদ্যোগে নির্মিত ৪ তলা বিশিষ্ট কলেজের একাডেমিক ভবন রয়েছে। ২ শতাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে প্রতি বছর। জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে অনেকেই। শিক্ষকগণ বেতন বিহীন শিক্ষকতা করে অব্যাহতভাবে পাঠদান চালিয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জল করার জন্য শিক্ষকতা করলেও নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চলছে তারা। ১৯৯৮ সালে লেংগাবাজার আইডিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি পায় ১৯৯৯ সালে। একাডেমিক স্বীকৃতি পায় ২০০৩ সালে। প্রথম পরীক্ষায় ১০ জন অংশ গ্রহণ করে ২০০১ সালে। পরবর্তীতে ২০২১ সালে পরীক্ষার্থীর সংখ্যা হয় ২২০ জন। ২০২১ সালে বিজ্ঞান বিভাগে ৮ জন এ প্লাস সহ ১৩ জন উর্ত্তীণের মাধ্যমে শতভাগ পাস নিশ্চিত হয়। মোনবিক বিভাগে একজন এ প্লাস পায়। কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান বলেন, সরকারী বেতন না পেলেও শিক্ষকগণ যথাযথ দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে ২১টি ব্যাচে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৪১০ জন। চরাঞ্চলের শিক্ষার্থীরা এ কলেজ থেকে পড়াশোনা করে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। তিনি সরকারের কাছে অবিলম্বে কলেজটিকে এমপিওভুক্ত করার আবেদন জানান।
দুই যুগেও এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবন যাপন
উপজেলার লেংগাবাজার
-
by admin
- Categories: রংপুর বিভাগ, শিক্ষা
Related Content
পলাশবাড়ীতে জামায়াত ও অঙ্গ সংগঠনের ৪ কর্মী বহিস্কার!
by admin ৩১/০১/২০২৫
দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন ---
by admin ৩১/০১/২০২৫
দিনাজপুর ১৩ মাইল গড়েয়া হাট শ্রমকল্যাণ উপকমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
by admin ৩০/০১/২০২৫
পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১
by admin ৩০/০১/২০২৫