মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৪শ’ ৫০ পিস ইয়াবাসহ সোহেল আহমেদ সিকদার (৪৮) নামের একজন মাছ ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোহেল চরপাড়া ৩নং ওয়ার্ড পটুয়াখালীর বাসিন্দা তবে পার্শ্ববর্তী বাউফল উপজেলার বগা গ্রামের আদম আলী সিকদারের ছেলে । এছাড়াও সোহেল নিজেকে পেশায় একজন মৎস্য ব্যবসায়ী বলে দাবী করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এবং আটককৃত সোহেলকে নিয়মিত মামলায় সোমবার কোর্টে সোপর্দ্দ করা হবে।