মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকিতে ১ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাত ৮ টা ১০ মিনিট এর দিকে তল্লাশি করে তাদের কে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারী পরোয়ানা তামিল করার জন্য বিশেষ অভিযানে নিয়োজিত থাকাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেবুখালী টু বগা ফেরিঘাট রাস্তায় থানা ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে একটি কালে রংয়ের কাঁধ ব্যাগের মধ্য দিয়ে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ যুবায়েদ হোসেন (২১) পিতা- আঃ রাজ্জাক তালুকদার, মাতা- কাজল বেগম, সাং- বহালগাছিয়া, পটুয়াখালী পৌরসভা। মোঃ মুসা আকন(২৫) পিতা- গোলাম মোহাম্মদ আকন, সাং জয়গোড়া। মো তাবজিল হোসেন(২৪) পিতা- জাকির হেসেন, সাং – কাছিপাড়া, উভয় থানা – বাউফল, জেলা- পটুয়াখালী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানা অফিসার ইনচার্জ বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।