দুমকিতে ছাত্রলীগ নেতা সাচ্চু আটক

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় উপজেলা ছাত্রলীগের ১নং সহ-সভাপতি মাইনুল এইচ.সাচ্চু মৃধাকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
শনিবার ১১জানুয়ারি রাত ৮ টায় উপজেলার আঙ্গারিয়া ব্রিজ থেকে তাকে আটক করা হয়েছে।
জানা যায়, ২০২২ ইং সালে সারাদেশে দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  দুমকীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা  বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং তারিখে কৃষকদল নেতা  মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে  তাকে গ্রেফতার করে পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাকির হোসেন জানান, বিএনপি অফিস ভাংচুর  মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
##
Exit mobile version