দুমকিতে জালিয়াতির মামলায় আ’লীগ  নেতা শ্রীঘরে!

দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এটা তাদের পারিবারিক বিষয় এবং এবিষয়ে আমি কিছুই জানি না।  #

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জাল-জালিয়াতির মামলায় আ’লীগ  নেতা মোঃ হাবিবুর রহমান হাওলাদারকে শ্রীঘরে প্রেরণ করেছে আদালত।
বুধবার (৬ জুলাই)  সকালে পটুয়াখালীর সহকারি জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত আসামী হাবিবুর রহমানকে জামিন আবেদন নাকচ  করে কারাগারে প্রেরণ করেন। হাবিব পটুয়াখালী  জেলার দুমকি উপজেলাধীন লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের আঠারগাছিয়া এলাকার মৃত আব্দুল কাদের হাওলাদারে ছেলে।
মামলার বিবরণে জানা যায় ,  আসামী হাবিবুর রহমান একই এলাকার আঠারোগাছিয়া গ্রামের  আব্দুর রশিদ হাওলাদার গংদের স্বাক্ষর জাল করে পটুয়াখালী সিনিয়র সহকারী  জজ আদালতে দেওয়ানি ২২৯/১০১৩ মকর্দ্দমায় ২ একর ৬৬ শতাংশ জমির একতরফা রায় ও ডিগ্রি নেন। পরবর্তীতে রশিদ হাওলাদারের ছেলে মোঃ আলতাফ হাওলাদার পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাবিবুর হাওলাদারকে প্রধান আসামি করে একটি জাল জালিয়াতির মামলা দায়েরে করেন। মামলার অপর আসামীরা হলেন, একই এলাকার মৃত আ. হামেদ শরীফের ছেলে আব্দুর রাজ্জাক শরীর ও মৃত হাফেজ হাওলাদারের ছেলে মোঃ মতিন হাওলাদার।
বুধবার সকালে হাবিবসহ  অপর আসামীরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত দু’জনকে জামিন দিয়ে হাবিবুর রহমানের জামিন আবেদন নাকচ  করে কারাগারে প্রেরনের আদেশ দেন।
দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এটা তাদের পারিবারিক বিষয় এবং এবিষয়ে আমি কিছুই জানি না।
#
Exit mobile version