দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে এক বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা-আক্রমণে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে ডাকাতিকালে একই পরিবারের নারীসহ অন্তত: ৪ জন আহত হয়েছেন। এসময় চক্রের অন্যতম এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুমকি-লেবুখালী সড়কের পার্শ্বেই দুমকি সাতানী গ্রামের রুহুল আমিন শরীফের বাড়িতে ঢুকে বাসার বারান্দার গ্রিল কেটে ৬-৭ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল। তারা বাসায় অবস্থানরত পরিবারের সদস্যদের মাথায় অস্ত্র ঠেকিয়ে আনুমানিক নগদ ৬০ হাজার টাকা, একটি স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের হামলায় ওই পরিবারের হোসনেয়ারা বেগম (৫৫) গুরুতর জখম হয়েছেন। এছাড়াও শিহাব (১৮), সুখী (২৩) এবং জামাতা সাকিব ফারুক (২৫) আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যরা সজাগ হলে তাদের ডাক চিৎকারে বাসার সকল লোকজন এবং প্রতিবেশীরা একত্রিত হয়ে ওই বাড়িতে জড়ো হয়ে দৌড়ে ডাকাত দলের এক সদস্য সালাম হাওলাদার (৩৮) কে আটক করতে সক্ষম হন। এসময় তার সঙ্গে সকলের ধস্তাধস্তিতে তিনিও আহত হয়েছেন। পরে ওই বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে দুমকি থানার এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাত দলের সদস্য সুমনকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ডাকাতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দুমকি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।