মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ব্র্যাকের উদ্যোগে সামাজিক ক্ষমতায় ও আইনী সুরক্ষা কর্মসূচি আনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৮জুন) বিকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী (৭নং ওয়ার্ডে) গ্রামে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধ, নারী পুরুষের সমতা, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং বাল্য বিয়ে দিবো না ও বাল্য বিয়ে করবো না প্রতিপাদ্যকে সামনে রেখে নারী-পুরুষ ও কিশোর কিশোরীদের পল্লী সমাজ গঠন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কালাচাঁদ দাস ব্র্যাকের ডেপুটি ম্যনেজার(সেলপ), প্রকাশ মজুমদার অফিসার (সেলপ), বিশিষ্টজন বাবু মধুসূধন হাওলাদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।