দুমকিতে মতবিনিময় সভায় হট্টগোল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় হট্টগোল ও তাকে নাজেহাল করার অভিযোগ উড়েছেন । গতশনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নসিব সিনেমা চত্তর সংলগ্ন দূর্গা মন্দির কমিটি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ হট্টগোলের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, শহরের কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটি আয়োজিত মতবিনিময় প্রধান অতিথির বক্তৃতা করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাল্টা প্রবাসি মোঃ কাওসার আমিন হাওলাদার। তার বক্তব্যের একপর্যায়ে পাইলট প্রকল্পের সরকারি সাড়ে চারশ’ কোটি বরাদ্দ আসছে উল্লেখ করে বলেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে  আপনারা একজন ভালো সৎ মানুষ বাছাই করে ভোট দিলে তা চুরি ও লুঠপাটের সম্ভাবনা নেই বলে  মন্তব্যে করলে জনৈক ইউপি সদস্যের নেতৃত্ব ৭/৮ উত্তেজিত যুবক সভাস্থলে প্রবেশ করে বক্তব্য চ্যালেঞ্জ করে তা প্রত্যাহার করতে ঘিরে ফেলে। এসময় দু’দলের কর্মীদের ঠেলাঠেলি, হট্টগোল, টানা হ্যাচড়াসহ তাকে হেনস্থার ঘটনা ঘটে। এতে মুহুর্তেই সভা পন্ড হয়ে যায় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির আরও অবনতির আশংকায় তিনি (কাওসার আমিন) তার সঙ্গীয় লোকজন নিয়ে সভাস্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়।
হেনস্থার শিকার মাল্টা প্রবাসি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার অভিযোগ করে বলেন, বক্তব্যে আমি কাউকে ইঙ্গিত করিনি। চক্রটি অনুমানের ভিত্তিতে কোন প্রার্থীর সমর্থক বা ক্যাডার হিসেবে সভায় হট্টগোল ও ন্যাক্কার জনক হামলা চালিয়ে আমাকে নাজেহাল করার অপচেষ্টা চালিয়েছে। তিনি আরও বলেন, কারো হামলা, হুমকি ধমকিতে আমি ভীত নই। আমি সত্য ও ন্যায়ের পথে জনগনের সেবা থেকে পিছে হটবো না। জনগনের ভালবাসা ও সহযোগিতায় সামনে এগিয়ে যেতে চাই। এক প্রশ্নের জবাবে বলেন, হামলার ঘটনায় অভিযুক্তদের ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান ঘটনাটি শুনেছেন জানিয়ে বলেন, এবিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Exit mobile version