মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন কর্তৃক হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল ৫টা ৩০ ঘটিকায় সরকারি জনতা কলেজ মাঠে “শীতকালীন প্রশিক্ষণ ২০২১/২০২২” চলাকালিন উপজেলার প্রশিক্ষণ এলাকার স্থানীয় শীতার্তদের মাঝে ৭ পদাতিক ডিভিশনের অধীনস্ত ২৮ পদাতিক বিগ্রেডের সার্বিক তত্ত্বাবধানে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও ২৮ পদাতিক বিগ্রেড,অধিনায়ক,৬৬ ই বেঙ্গল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তারা ৫শত শীতার্ত হতদরিদ্রের মাঝে
এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন এবং স্থানীয় এলাকার সহায়তায় সেনাবাহিনীর এরূপ কার্যক্রম অব্যহত রাখার আশ্বাস দেন।
#