মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধঃ পটুয়াখালীর দুমকিতে ৫৩২ পিস ইয়াবাসহ মো: জাহাঙ্গীর আলম সরদার (৫৫)কে আটক করেছে দুমকি থানা পুলিশ।
রবিবার (১৩ই ফ্রেব্রুয়ারী) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার সরকার ও মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক(এসআই) উত্তম কুমার, রাজীব হোসেন, সাকায়েত হোসেনসহ পুলিশের একটি চৌকস দল উপজেলার লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় নিয়মিত চেকপোষ্ট চলাকালীন সময়ে জাহাঙ্গীরকে তল্লাশি চালিয়ে ৫৩২ পিস ইয়াবাসহ আটক করে। জাহাঙ্গীর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ গ্রামেট ইদ্রিস সরদারের ছেল।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। আগামীকাল সকালে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হবে।