দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা পয়েন্টে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী ) বিকেলে উপজেলার লেবুখালী ইউনিয়নের ইউনিভার্সিটি স্কয়ার (পাগলার মোড়) সংলগ্ন পায়রা পয়েন্টে’র নিচতলায় ফিতা ও কেক কেটে নতুন স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন নিউ ভিশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: তারিকুল ইসলাম মনির।
উদ্বোধন কালে তিনি বলেন,’স্বপ্ন’ সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরণের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে।
স্বপ্নের নতুন শপটি উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মো: শফিকুল ইসলাম জাহিদ হেড অব ফাইনানসিয়াল অপারেশন এন্ড কন্ট্রোল, ইষ্টার্ন ব্যাংক, ঢাকা, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম সিকদার, বিশিষ্ট সমাজ সেবক কাজী দেলোয়ার হোসেন দীলিপ সহ লেবুখালী পাগলার মোর এলাকার ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।
উদ্ভোধন এর পর পরই ক্রেতারা ভিড় করেন, একাধিক ক্রেতা প্রতিবেদককে বলেন, সাশ্রয়ী মূল্যে ভেজালমুক্ত সব ধরনের পন্য একই ছাদের নিচে এটা লেবুখালী বাসীর জন্য অভাবনীয় বিষয়। পবিত্র মাহে রমজান কে সামনে রেখে ন্যায্য মূল্যে ও ভেজালমুক্ত পণ্য ক্রেতাসাধারণ এর চাহিদা মতো সব সময় সরবরাহের দাবী জানান, যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।