স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেছেন বাঙালী সংস্কৃতিকে রক্ষা করতে এবং দেশপ্রেম সৃষ্টি করতে বর্ষবরণ বা বাঙালীর অনুষ্ঠানগুলো যথেষ্ট অবদান রাখবে। শুধু বছরের একটি দিন পহেলা বৈশাখ পালন নয় সারা বছর বাঙালী সংস্কৃতি চর্চা করতে হবে।
“ও বৈশাখ এসো, হৃদয় কুঞ্জে চেতনার জগতে-এসো প্রদীপ জ্বালিয়ে” এই গানের লাইনকে সামনে রেখে দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের আয়োজনে রাজবাটিস্থ ১৪৩১ বর্ষবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পন্তা উৎসব ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দীন রয়েল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ্জাহান নোভেল, সদস্য মানিক বসাক, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সাইফুদ্দীন আক্তার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক মিহির ঘোষ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য দেবাশীষ ভট্টাচার্য্য, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দোলন, ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান দত্ত, দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের সদস্য জয়ন্ত ঘোষ, এলাকা সমাজসেবক আব্দুল মোতালেব খোকাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিশিষ্ট সংগীত শিল্পী প্রিয়ংকা দাস চৈত্রীর পরিচালনায় দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী প্রজ্ঞা, প্রভা, কথা, অমৃতা, স্মৃতি, ঝুমুর, শ্বাশত, অভি, পরাগ, পার্থসহ, শিল্পীরা সংগীত পরিবেশন করে। তবলায় ছিলেন তুষার দাস রিপন ও রুপ মহন্ত। অনুষ্ঠান শেষে পন্তা ভাত উৎসবে অতিথিবৃন্দ অংশগ্রহন করেন।
বঞ্চনা নিরসনে করা কমিটির মেয়াদ বাড়ালো সরকার
আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯-২০২৪ সাল) নানাভাবে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গত বছরের ১৬ সেপ্টেম্বর কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।...