দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র লিফলেট বিতরণ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র লিফলেট বিতরণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর চাটখিলে দ্রব্যমূল্য উর্ধ্বগতি ও সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চাটখিল বাজারের দোকানদার ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান রানা, যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিছ আহাম্মদ হানিফ, শাজাহান খান সাজু, পৌরসভা বিএনপি যুগ্ম-আহবায়ক মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সুলতান বাবর, সাইফুল আজম জগলু, ওমর ফারুক, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক দুলাল হোসেন,সদস্য সচিব মাসুদ হাজী, আলিয়া শাখা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ খন্দকার প্রমুখ ।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা। তিনি বলেন অবৈধ বর্তমান ডামি নির্বাচনের সরকার তাদের দলীয় লোকজন সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে। সারাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি করে যার কারণে সারাদেশের মানুষ ঠিকমতো দু -বেলা দুমুঠো খেতে পারছে না। আমাদের দাবি অনতিবিলম্বে গ্যাস বিদ্যুৎ জ্বালানি চাল ডাল সহ নিত্যপন্য সহনীয় করার জন্য জোর দাবি জানান।

Exit mobile version