সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৬:৩৮ পূর্বাহ্ন
ইউসুফ আলী মন্ডলনকলা প্রতিনিধি:
২০১৭ এবং ২০১৮ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শেরপুর জেলার নকলা উপজেলার ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের ঢাকাস্থ নকলা ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার বিকেলে ঢাকা শহরের উত্তরা এলাকার “জমজম কনভেনশন সেন্টার” এ নকলা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড.একেএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, নকলা-নালিতাবাড়ীর সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক পিএসসি’র সদস্য ডা. ছোরহাব আলী, স্যার সলিমুল¬াহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.বিল্লাল আলম, ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা খাতুন, অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, ঢাকা আফিসার্স ক্লাবের সম্মানিত সংদস্য আজহারুল ইসলাম খান ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে শেরপুর জেলার নকলা উপজেলার কৃতি শিক্ষার্তীদের ক্রেস্ট, স্মারকপত্র সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।