❝বরিশাল রওজাতুল জান্নাত কামিল মাদরাসা ❞–অডিটোরিয়ামে জাতীয় শিশু কিশোর পত্রিকা নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগরের উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
“নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগর”–এর পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন- সমাজচিন্তক ও সংগঠক গাজী মুহাম্মাদ আলী হায়দার।
নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগর–এর সদস্যগণ স্ব-রচিত ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী নিয়ে আয়োজিত সাহিত্য আসরে অংশগ্রহণ করেন।