নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগরীর উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত;

দপদপিয়া ব্রিজ সংলগ্ন “রুপাতলী আযীযীয়া হাউজিং”, আদর্শ সড়ক, বিসিসি ২৫ নং ওয়ার্ডের ❝জামি’য়াতুত তাহযীব আল ইসলামী❞–এর অডিটোরিয়ামে জাতীয় শিশু কিশোর পত্রিকা নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগরের উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

“নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগর”–এর পরিচালক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান–এর সভাপতিত্বে ও অর্থ পরিচালক  মুহাম্মাদ জুবায়ের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন- সমাজচিন্তক ও সংগঠক গাজী মুহাম্মাদ আলী হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–তরুণ লেখক ও সাহিত্যিক, মুহাম্মাদ রবিউল ইসলাম ওসমানী।

নকীব পাঠক ফোরাম বরিশাল মহানগর–এর সদস্যগণ স্ব-রচিত ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী নিয়ে আয়োজিত সাহিত্য আসরে অংশগ্রহণ করেন।

Exit mobile version