নগরকান্দায় র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী আটক

১৩৫পিস ইয়াবাসহ আটক করে।

 

আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধিঃ নগরকান্দায়  পৃথক অভিযানে  ৩৯৯পিস ইয়াবাসহ  র‌্যাবের হাতে আটক-২ ।
র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প  সুত্রে জানা গেছে ২৯ আগস্ট সন্ধ্যায়  র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি
বিশেষ আভিযানিক দল জেলার নগরকান্দা থানাধীন বিল গোবিন্দপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী
মোঃ ইমরান চৌধুরী(২৯)কে ১৩৫পিস ইয়াবাসহ আটক করে।
সে বিল গোবিন্দপুর গ্রামের  মোঃ নয়া চৌধুরীর ছেলে । অপরদিকে উপজেলার কোদালিয়া গ্রাম এলাকায় মোঃ সাব্বির হোসেন(২৯)কে
২৬৪ পিস ইয়াবাসহ আটক করে। সে ফরিদপুর সদর উপজেলার  বাখন্ডা গ্রামের  মোঃ মোশারফ হোসেনের ছেলে। সাং-বাখুন্ডা, থানা-
কোতয়ালী জেলা-ফরিদপুরকে আটক করেন উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে
নগরকান্দা থানায় ২ টি পৃথক আইনে মামলা হয়েছে।

Exit mobile version